X
Advertisement

(15 August 2022) Independence Day Speech in Bengali in PDF Download, স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২২

Advertisement

(15 August 2022) Independence Day Speech in Bengali in PDF Download, স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ১৫ আগস্ট ২০২২: 15th August is the most important and precious day for all the Indians as the Indians are celebrated Independence Day on 15th August every year. This year all the Indians will enjoy and celebrate the 75th Independence Day on 15 August 2022. As many of Indians are searching for a speech so here we will provide you with the Independence Day Speech 2022 in the Bengali Language.

Advertisement
Independence Day Speech in Bengali

Here, we will share with you all the important aspects of the Independence Day Speech in Bengali. So, read the article till the end to grab all the details easily and accurately.

Details of Independence Day Speech in Bengali

Article is AboutIndependence Day Speech in Bengali
Year2022
LanguageBengali
FormatPDF
ModeOnline
Official Websitehttps://www.india.gov.in/

Also Read:

Independence Day Speech in Bengali PDF Download,

১৫ আগস্ট ২০২২ স্বাধীনতা দিবস নিয়ে কিছু তথ্য নিচে বলা হল যা স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তব্য ২০২২ এ তোমাদের কিছুটা সাহার্য্য করবে।

নমস্কার

এখানে উপস্থিত সকলকে আমার তরফে নমস্কার, ও ভালোবাসা।

বন্দে মাতরম,

ভারতমাতা কী? জয়।

আজ ১৫ আগস্ট ২০২২ স্বাধীনতার 75 তম মহোৎসব (Independence Day of India ) । ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক।

কিন্তু এই লড়াই, অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহা সংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রমান জানাই।

গান্ধীজী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিংহ, ঝাঁসির রাণী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরার,সর্দার বল্লভভাই প্যাটেল, জোহর লাল নেহরু, থেকে শুরু করে বাবাসাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজারো হাজারো সাধারণ মানুষ সংঘবন্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা

আজকের এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্বরণ করার দিন। এবারের 75 তম ভারতের স্বাধীনতা দিবস, ১৯৪৭ থেকে ২০২২

১৯৪৭ সালের ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জোহর লাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয় ও “তেরঙা” পতাকা স্কুল, কলেজ, যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে, হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায়।

কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে। এই পতাকা যেন আমাদের মনের, ঋদয়ের পতাকা হয়।

উপরে গেরুয়া রঙ নিচে সবুজ মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র – এই নিয়েই আমাদের জাতীয় পতাকা। প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আসছে….

গেরুয়া : গেরুয়া রঙ ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক।

এরই মধ্যেই আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যেকে।

সাদা : আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথপ্রদর্শক সত্যপথ ও আলোর প্রতীক।

সাদা শান্তির ও সৎপথের জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক।

সবুজ : সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক। সবুজ মানেই মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে।

অশোক চক্র : অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক। অশোকচক্র গতিশীলতার প্রতীক এগিয়ে যাওয়া, কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া।

এই হল আমাদের দেশ ভারত মাতার দেশ। হিন্দু মুসলিম, শিখ সমস্ত ধর্মকে সমান সন্মান ও ভালোবাসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।

Advertisement
Abhijit VW Das: He is a 23 years old blogger who is always ready to help people digitally. He is a blogger since 2016. Besides, he had completed his Master Degree in English Literature.
Advertisement